kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

হিলিতে গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে

হিলি প্রতিনিধি   

২৬ মার্চ, ২০২০ ১৩:৩৫ | পড়া যাবে ১ মিনিটেহিলিতে গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাস বিস্তাররোধে হিলিতে বিভিন্ন গুরুত্ব্পূর্ণ স্থান ও লোকসমাগম জায়গাগুলোতে  জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে হাকিমপুর উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর, কাঁচাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবণুনাশক স্প্রে করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, যেহেতু হিলি একটি সীমান্তবর্তী এলাকা তাই এর গুরুত্ব বিবেচনা করে ও এ্ই উপজেলার মানুষকে নিরাপদ রাখতে করোনাভাইরাস বিস্তাররোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে জীবণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরো জানান, আমরা বিশেষ করে যেখানে লোকসমাগম ঘটবে যেমন হাসপাতাল, উপজেলা পরিষদ, পৌর কার্যালয়, কাঁচাবাজার ইত্যাদি জায়গায় এই জীবাণুনাশক স্প্রে করছি।

মন্তব্যসাতদিনের সেরা