kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

আলমডাঙ্গায় নকল প্রসাধনীর কারখানায় অভিযান, আটক ১

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২৬ মার্চ, ২০২০ ১৩:০৪ | পড়া যাবে ১ মিনিটেআলমডাঙ্গায় নকল প্রসাধনীর কারখানায় অভিযান, আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে কেমিক্যাল ও মিক্সার মেশিনসহ একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পাঁচকমলাপুর গ্রামে ওই নকল প্রসাধনীর তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ। 

জানা যায়, অভিযানকালে পুলিশ বিভিন্ন কেমিক্যাল, ৩২/৩৪টি খালি ড্রাম, হারপিকের খালি কৌটা, মেহেদি, সেক্সচুয়াল জুসসহ মোট ৬টি নকল প্রসাধনীসহ কয়েকটি মিক্সার মেশিন উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক পাঁচকমলাপুর গ্রামের মৃত ঠান্ডু বিশ্বাসের ছেলে ওবায়দুল (৪০) হককে আটক করে পুলিশ। পালিয়ে যায় নকল প্রসাধনী তৈরির মূল হোতা জাহাঙ্গীর আলম (৩৫)।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমারি কবীর জানান, ওবায়দুল হক ও জাহাঙ্গীর আলম-দুই সহোদর মিলে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নকল প্রসাধনী তৈরি করে আসছিল।

মন্তব্যসাতদিনের সেরা