kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

হিলিতে লকডাউন

প্রতিদিন ৫০ জনকে খাবার দিচ্ছে হাকিমপুর ফাউন্ডেশন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

২৬ মার্চ, ২০২০ ১২:৩৩ | পড়া যাবে ২ মিনিটেপ্রতিদিন ৫০ জনকে খাবার দিচ্ছে হাকিমপুর ফাউন্ডেশন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আতঙ্ক পুরো বিশ্বে। বাংলাদেশেও পড়ছে তার প্রভাব। করোনাকে ঠেকাতে সরকারি সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। হিলিসহ সর্বত্রে চলছে লকডাউন। ঘর থেকে বাহির হতে পারবে না কেউ। এমন নির্দেশ মেনে চলছে সবাই। কিন্তু খেটে খাওয়া দিনমজুরদের কি হবে। এক দিন কর্ম না করলে মুখে খাবার উঠে না ছেলে-মেয়েসহ স্বপরিবারের। তাদের কথা চিন্তা করে পাশে দাড়ালেন হাকিমপুর ফাউন্ডেশন।

দিনাজপুরের হাকিমপুর ফাউন্ডেশন ”সকলে মোরা সকলের তরে”-এ শ্লোগানকে সামনে রেখে একদল তরুণ যুবক নিজস্ব অর্থায়নে চাল, ডাল আর আলু নিয়ে শহর গ্রামের অলিগলি খুঁজে রিকশা, ভ্যানচালক ও দিনমজুরদের হাতে তুলে দিচ্ছেন খাবার।

হাকিমপুর ফাউন্ডেশনের যুবকরা বলেন, দীর্ঘ দেড় বছর ধরে আমরা অসহায় মানুষের পাশে থেকে আমাদের সাধ্যমতো তাদের সাহায্য করে আসছি। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে মানুষ যখন ঘর বন্দি। তখন অসহায় দিনমজুরদের পাশে কিছু চাল ডাল আর আলু নিয়ে তাদের পাশে দাড়াচ্ছি এবং সাহস যোগাচ্ছি।

জানা গেছে, গত দুইদিন ধরে এই কাজ করে যাচ্ছে তারা। প্রতিজনকে দেড় কেজি চাল, আড়াইশ গ্রাম ডাল আর আধা কেজি আলু দিচ্ছে। প্রতিদিন প্রায় ৫০ জন অসহায়দের এই খাবার বিতরণ করা হচ্ছে। তারা হিলির প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্যসাতদিনের সেরা