kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা বাড়বে ৪০০ মেগাওয়াট

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০২০ ১৩:১৭ | পড়া যাবে ১ মিনিটেরাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা বাড়বে ৪০০ মেগাওয়াট

ফাইল ফটো

চট্টগ্রামের রাউজানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ৪০০ মেগাওয়াট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রটির ভেতরেই আরেকটি নতুন বিদ্যুৎপ্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগ।

সম্প্রতি সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)  এর সমীক্ষা দল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন জনের সঙ্গে মতবিনিময় করেছেন।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিজিবিলিটি স্টাডি শেষে প্লান্ট নির্মাণ কার্যক্রম শুরু হবে, যার কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 সাতদিনের সেরা