kalerkantho

রবিবার  । ১৫ চৈত্র ১৪২৬। ২৯ মার্চ ২০২০। ৩ শাবান ১৪৪১

সড়কে ঝরে গেল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর প্রাণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০৪:২২ | পড়া যাবে ১ মিনিটেসড়কে ঝরে গেল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর প্রাণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী আরিফুল ইসলাম (মুবিন) বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মুবিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সূত্র জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে মালবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। রাত ৮টার দিকে তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যান। মুবিনের বাড়ি যশোর জেলার আরবপুর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান 'মুবিনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত, নিহত শিক্ষার্থী পরিবারের প্রতি সমবেদনা'। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোকের ছাড়া নেমে এসেছে। শিক্ষক ও শিক্ষার্থীরা গভীরভাবে শোক প্রকাশ করেছে।

মন্তব্যসাতদিনের সেরা