kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

ফরিদপুরে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে উগ্রবাদবিরোধী সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৪০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে উগ্রবাদবিরোধী সেমিনার

ফরিদপুর জেলার আড়াই শ জন ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে উগ্রবাদবিরোধী সামজিক সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে শহরের কবি জসীমউদ্দীন হলে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশার সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিএমপির সিটিটিসি ইউনিটের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক অধ্যাপক মো. শাহজাহান, সদস্য সচিব অব. পুলিশ সুপার নূর মোহম্মদ মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ একরামুল হক, শাহ ফরিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে উগ্রবাদবিরোধী সামজিক সচেতনতা বিষয়ের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্রশিক্ষণ  প্রদান করেন ডিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম। পুরো সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার নোমান আহমদ। 

মন্তব্যসাতদিনের সেরা