kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

খোয়াই নদী উদ্ধারে নাগরিক সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ২০:১০ | পড়া যাবে ১ মিনিটেখোয়াই নদী উদ্ধারে নাগরিক সমাবেশ

হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী উদ্ধার করার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হবিগঞ্জ শহরের আরডি হল প্রঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাপার কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে নাগরিক সমাবেশ পরিচালনা করেন খোয়াই রিভার ওয়াটার কিপার তোফজ্জল সোহেল। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল করিম কীম, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, সাংবাদিক শামীম আহসান প্রমূখ।
সমাবেশে ক্ষোভ প্রকাশ করে সুলতানা কামাল বলেন, অদৃশ্য কারণে পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয়েছে। যেখানে দ্রুত গতিতে খোয়াই নদীর উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছিল, দখলদাররাও নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছিল। এ পর্যায়ে উচ্ছেদ কার্যক্রম গুটিয়ে নেয়া রহস্যজনক। পুরাতন খোয়াই নদী দখলদারদের কবল থেকে মুক্ত করতেই হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা