kalerkantho

শুক্রবার । ১ মাঘ ১৪২৭। ১৫ জানুয়ারি ২০২১। ১ জমাদিউস সানি ১৪৪২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে

দিনাজপুরে শুভসংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:৩৬ | পড়া যাবে ২ মিনিটেদিনাজপুরে শুভসংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনাজপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালের কণ্ঠ শুভসংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শহরের বাহাদুর বাজার জাবেদ সুপার মার্কেটে কালের কণ্ঠ শুভসংঘ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিনিফা ইফাত, শুভসংঘ জেলা শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুনিল শর্মা, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সকল শাখার শুভসংঘ বন্ধুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার অফিস সহায়ক কুরবান আলী। এ সময় সকল ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে জন্য দোয়া করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা