kalerkantho

সোমবার । ২৩ চৈত্র ১৪২৬। ৬ এপ্রিল ২০২০। ১১ শাবান ১৪৪১

গাজীপুরে আগুনে পুড়ল দোকান ও পিকআপ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০৫:১১ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে আগুনে পুড়ল দোকান ও পিকআপ

গাজীপুর মহানগরীর গাছা থানায় ও ছায়াবিথী এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান ও একটি পিকআপ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবার ভোরের দিকে এ দুটি ঘটনা ঘটে।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ জানান, গত বৃহস্পতিবার রাতে একটি পিকআপ টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময় পিকআপটি গাছা থানার মালেকের বাড়ি হারিকেন কারখানার সামনে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এ সময় চালক গাড়িটি চালু করতে গেলে ব্যাটারির শর্টসার্কিট থেকে পিকআপে আগুন ধরে যায়। পরে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে শহরের মধ্য ছায়াবিথী এলাকায় হাক্কানী সোসাইটির মসজিদের পাশের একটি চায়ের দোকানে আগুন লাগে। এ সময় আগুন পাশের একটি লন্ড্রিতেও ছড়িয়ে পড়ে। সুভাষ বাড়ৈ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি দোকানের মালাপত্র পুড়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা