kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নীল গাই উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০২:২৫ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নীল গাই উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারত থেকে আসা একটি স্ত্রী প্রজাতির বিরল নীল গাই উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে নীল গাইটি উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ৫৩ বিজিবি। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন মাঠে ঘাস কাটতে গেলে তারা পদ্মা নদীর পাড়ে কাদায় আটকে থাকা অবস্থায় একটি নীল গাই দেখতে পান। পরে স্থানীয়রা মাসুদপুর বিওপিতে খবর দিলে তাদের সহায়তায় বিজিবি সদস্যরা নীল গাইটিকে উদ্ধার করে।

শুক্রবার রাত ১০টার সময় রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় নীল গাইটি। এদিকে রাজশাহী ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ’ বিভাগের ফরেষ্টার আশরাফুল ইসলাম জানান, উদ্ধারকৃত নীল গাইটি স্ত্রী প্রজাতির এবং দেশে বিরল। তিনি জানান উদ্ধারকৃত নীল গাইটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা