kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলার সমাপনী

বই হলো জ্ঞানের প্রতীক, উন্নয়নের প্রতীক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৪৬ | পড়া যাবে ১ মিনিটেবই হলো জ্ঞানের প্রতীক, উন্নয়নের প্রতীক

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বই হলো জ্ঞানের প্রতীক, উন্নয়নের প্রতীক। বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তা আন্দোলনই শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি মুক্তিযুদ্ধে বিজয়ী হয়। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষা ও সংস্কৃতি চর্চা বাড়াতে হবে।

তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল ও দুরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সকলের কর্তব্য হবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া।

আজ শুক্রবার রাতে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী  অমর একুশে গ্রন্থ মেলার সমাপনী অনুষ্ঠানের এসব কথা বলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, এএইচএম ফোয়াদ প্রমুখ। পরে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি থেকে ৩১ স্টল নিয়ে এ মেলা শুরু হয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা