kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

সেন্টমার্টিন্সগামী জাহাজে বিদেশিকে যৌন হেনস্তাকারী আটক

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১০:০৮ | পড়া যাবে ১ মিনিটেসেন্টমার্টিন্সগামী জাহাজে বিদেশিকে যৌন হেনস্তাকারী আটক

আটক সেই বখাটে সালমান (ডানে)

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন্সগামী জাহাজে বিদেশি পর্যটককে হেনস্তাকারী এক বখাটেকে আটক করেছে পুলিশ। আটক সেই বখাটের নাম মো. সালমান (১৮)।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তাকে টেকনাফের হ্নীলা স্টেশন এলাকা থেকে আটক করা হয়।

আটক সালমান টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়ার আবদুল খালেকের ছেলে এবং হ্নীলার এমএনসি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি  ভিডিওতে দেখা যায়, সালমান-সহ কয়েকজন বখাটে সেই পর্যটককে নানাভাবে হেনস্তা করছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বিদেশি এক পর্যটককে নানাভাবে বিরক্ত করছেন। তারা বিভিন্ন কথা ইংরেজিতে জিজ্ঞেস করছিলেন, যা আপত্তিকর। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীল শব্দের ব্যবহারও করা হয়।

সালমানের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গীদের আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা