kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:২৫ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর জেলার কাপাসিয়ার সাইদুর রহমানের মেয়ে সাদিয়া ইসলাম নদী (২৬) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মোছলেহ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন হামীম (২১)। তারা টাঙ্গাইল ম্যাটসের শিক্ষার্থী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাদিয়া ইসলাম নদী ও তার বন্ধু মাইন উদ্দিন হামীম। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ স্পেশাল নামক একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। 

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতরা টাঙ্গাইল ম্যাটসের শিক্ষার্থী। তারা সেতু এলাকায় বেড়াতে এসেছিল। 

মন্তব্যসাতদিনের সেরা