kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

বশেমুরবিপ্রবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০২:২৬ | পড়া যাবে ১ মিনিটেবশেমুরবিপ্রবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ

বিশ্ব ভালোবাসা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ বছরে প্রতিপাদ্য ছিল 'কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না'।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জয়বাংলা চত্বর থেকে এই ব্যতিক্রম বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় 'তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত, দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না' এমন স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি আরিয়ান অভ্র বলেন, 'আমরা প্রেমের বিরোধী নয়, আমরা প্রেমের পক্ষে কিন্তু পুঁজিবাদী একপক্ষীয় প্রেমের বিপক্ষে। সকল মানবিক প্রেম থেকে যারা বঞ্চিত তাদের অধিকার আদায়ে বদ্ধ পরিকর'।

এর আগে বেলা ১১টায় প্রেমবঞ্চিত চত্বর উদ্বোধন ও সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা