kalerkantho

সোমবার । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ৪ ফাল্গুন ১৪২৬। ২২ জমাদিউস সানি ১৪৪১

নিরক্ষর শ্রমজীবীদের জন্য

গফরগাঁওয়ে শুভসংঘ নৈশ বিদ্যালয়

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৫৩ | পড়া যাবে ২ মিনিটেগফরগাঁওয়ে শুভসংঘ নৈশ বিদ্যালয়

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা শুভসংঘের উদ্যোগে নিরক্ষর শ্রমজীবীদের জন্য শুভসংঘ নৈশ বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টায় পৌর শহরের জামতলা মোড়ে পঁচাশি সামাজিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিদ্যালয়টির উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরমেয়র এস এম ইকবাল হোসেন সুমন।

উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রতিনিধি নজরুল ইসলাম, শুভসংঘের কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, শুভসংঘের বন্ধু শহিদুল ইসলাম উজ্জল, নাজমুল হুদা রন্টি, মাসুদ প্রমুখ।

উদ্বোধন শেষে পৌরমেয়র উপস্থিত নানাবয়সী প্রায় অর্ধশত নিরক্ষর শ্রমজীবী শিক্ষার্থীর মধ্যে বই-খাতা বিতরণ করেন। পরে উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর উদ্যোগে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়। প্রসঙ্গত শুভসংঘের বন্ধু কে এম নাজমুল হুদা রন্টির পরিচালনায় শুভসংঘ নৈশ বিদ্যালয়ে হাটবার সোমবার ব্যতীত সপ্তাহে ৬ দিন পড়ানো হবে এবং শুভসংঘের বন্ধুরা পড়াবেন। শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই-খাতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা