kalerkantho

শুক্রবার । ১৫ ফাল্গুন ১৪২৬ । ২৮ ফেব্রুয়ারি ২০২০। ৩ রজব জমাদিউস সানি ১৪৪১

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৪০ | পড়া যাবে ১ মিনিটেসড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে ডা. হাবিবুর রহমান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে কাছিকাটা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস শিশির পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৭৮) বেপরোয়াগতিতে যাওয়ার পথে ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত ডা. হাবিবুর রহমান কাছিকাটা এলাকার ফরিদ মাস্টারের ছেলে। 

গুরুদাসপুর থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে ওসি মোজাহারুল ইসলাম জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা