kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৩৩ | পড়া যাবে ২ মিনিটেভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা বাজারের হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রাণ গেল খুকি মনি (১০ মাস) নামের এক শিশুর। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বাজারের হাতুড়ে ডাক্তার আব্দুর রশিদের রিফাত মেডিক্যাল হলে।

স্থানীয় সুত্র জানায়, ওই ইউনয়নের স্বল্প ডৌহাখলা গ্রামের মো. শাহজাহানের জ্বর ও সর্দিতে আক্রান্ত শিশুকন্যাকে নিয়ে রিফাত মেডিক্যাল হলে যান পরিবারের লোকজন। সেখানে হাতুড়ে ডাক্তার আব্দুর রশিদ শিশুকে রেখেই জক্স নামের সিরাপ দুই চামচ ও সাথে স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি লিমিটেড কম্পানির অ্যাজোসিন খাওয়ান।

শিশুর চাচা আব্দুল মালেক জানান, ওই ওষুধ খাওয়ানোর মিনিট দশেকের মধ্যেই শিশু খুকি নিস্তেজ হয়ে পড়ে। পরে স্থানীয় অন্য এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় কিছুক্ষণ আগে সে মারা গেছে। এ ঘটনার পর শিশুর পরিবারের লোকজন হাতুড়ে ডাক্তার রশিদের ওপর চড়াও হয়ে ফার্মেসিতে হামলা চালায়। একপর্যায়ে আব্দুর রশিদ পালিয়ে যায়। এ ঘটনার পর বাজারের বিক্ষুব্ধ লোকজন ওই ফার্মেসিতে তালা মেরে দেয়। এলাকায় উত্তেজনা চলছে।

নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাইদুর রহমান জানান, ওই শিশুকে এক সাথে এই ডোজ দেওয়া ঠিক হয়নি। ডোজ দেওয়ার আগে জানার দরকার ছিল তার (শিশুর) ওজন ছাড়া আনুসাঙ্গিক আর কোনো ধরনের সমস্যা আছে কি-না।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছেন। পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

 

মন্তব্যসাতদিনের সেরা