kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

আহত ১২

তারাকান্দায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৩৯ | পড়া যাবে ১ মিনিটেতারাকান্দায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বাস, হ্যান্ডট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কাজী আলাল উদ্দিন (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বিকালে উপজেলার ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে তারাকান্দা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যাক্তি  উপজেলার রাউতন গ্রামের মৃত মমরুজ আলী ছেলে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, আজ বিকালে ঢাকা-শেরপুর মহাসড়কের বটতলা নামক স্থানে তারাকান্দা থেকে ময়মনসিংহগামী বাসের সাথে বিপরীতগামী সিএনজিচালিত অটোরিকশা ও  হ্যান্ডট্রলির সংঘর্ষ হলে ট্রলি, সিএনজি ও বাসের ১২ জন যাত্রী আহত হয়। বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন সাইকেল আরোহী কাজী আলাল উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা