kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

রাজশাহী দুদকের নামে 'ভুয়া ফেসবুক আইডি'

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২৮ জানুয়ারি, ২০২০ ১৩:০৩ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী দুদকের নামে 'ভুয়া ফেসবুক আইডি'

রাজশাহীতে দুদকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলেছে এক শ্রেণির প্রতারক। 'বাংলাদেশ দুদক সংবাদ রাজশাহী' নাম দিয়ে ওই আইডিটি খোলা হয়েছে। তবে দুদকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এই ধরনের কোনো ফেসবুক আইডি আমাদের নেই। যারা করেছে, তারা এটি অন্যায় করেছে। তারা বিপদে পড়বে। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।

'বাংলাদেশ দুদক সংবাদ রাজশাহী' নাম ব্যবহার করে চালানো ওই ফেসবুক ব্যবহারকারীর স্থলে লেখা আছে ইনডিপেনডেন্ট জার্নালিস্ট। শিক্ষার্থীর ঘরে লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ। এর বেশি কিছু তথ্য ওই আইডিতে দেওয়া হয়নি। এরই মধ্যে রাজশাহীর কয়েকজন গণমাধ্যমকর্মীকে বন্ধু তালিকায়ও নেওয়া হয়েছে ওই আইডিতে। এ ছাড়াও দুর্নীতির বেশকিছু খবরও দেওয়া আছে ওই আইডিতে।

মন্তব্যসাতদিনের সেরা