kalerkantho

শনিবার । ১৬ ফাল্গুন ১৪২৬ । ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৪ রজব জমাদিউস সানি ১৪৪১

শেষ হলো নোবিপ্রবির আইসিই ফেস্ট

নোবিপ্রবি প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০২০ ২১:৩৯ | পড়া যাবে ১ মিনিটেশেষ হলো নোবিপ্রবির আইসিই ফেস্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) ফেস্ট রিজিওনাল-২০২০’ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব শেষ হয়।

আইসিই ফেস্টে দুটি ক্যাটাগরিতে প্রোগ্রামিং কনটেস্ট, গেমিং কনটেস্ট ও আইসিটি অলিম্পিয়াডে ৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। উৎসবের মিডিয়া পার্টনার ছিল কালের কণ্ঠ।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আশিকুর রহমান খানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইসিই ফেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এর আগে গত বৃহসপতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে ও আনন্দ র্যালির মধ্য দিয়ে আইসিই ফেস্টের উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

মন্তব্যসাতদিনের সেরা