kalerkantho

সোমবার । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ৪ ফাল্গুন ১৪২৬। ২২ জমাদিউস সানি ১৪৪১

খুদে সুলতানদের মিলন মেলা

নড়াইল প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০২০ ১৬:০৬ | পড়া যাবে ২ মিনিটেখুদে সুলতানদের মিলন মেলা

আপন মনে ছবি আঁকছে শিশুরা। কেউ আঁকছে আবহমান বাংলার প্রতিচ্ছবি, শীতের খেজুর গাছে গাছি কিংবা চিত্রা পাড়ের দৃশ্য। আবার কেউবা আঁকছে চিত্রশিল্পী দাদু এস এম সুলতানের ছবি। 

এভাবেই  মাটিতে বসে আঁকাআঁকি চলছে ক্ষুদে শিল্পীদের। এ  যেন কয়েকশ ক্ষুদে সুলতানের মিলন মেলা। নড়াইলের সুলতান মেলার ৯ম দিনে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার সকালে ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক শিশু অংশ নেয়। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তা প্রিয়াংকা দাস। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী বলদেব অধিকারী, শিল্পী সমীর মজুমদার, শিল্পী সমীর বৈরাগী, দারুশিল্পী বাপ্পী প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে স্থানীয় শিশুস্বর্গ, বিভিন্ন বিদ্যালয় ও চারুকলা প্রতিষ্ঠানের শিশু শিল্পীরা। শুক্রবার সন্ধ্যায় শিশুদের চারটি শ্রেণিতে ভাগ হওয়া প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
 
চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনাকারী মুন্সি আসাদুজ্জামান বলেন, সুলতান মঞ্চে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তা দেশের শিশুদের বড় প্রতিযোগিতা। নড়াইলে শিশুদের চারুকলার চর্চা কেবলই সুলতানের কারণে হচ্ছে।
 
শিল্পী এস এম সুলতানের ৯৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৬ জানুয়ারি থেকে নড়াইলের সুলতান মঞ্চে শুরু হয়েছে ১২ দিনের সুলতান মেলা। মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্টক্যাম্প, গ্রামীণ খেলাধুলা আর সুলতানের ওপর গবেষণাধর্মী আলোচনা।

মন্তব্যসাতদিনের সেরা