kalerkantho

বৃহস্পতিবার । ৭ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০২০ ১২:১৬ | পড়া যাবে ১ মিনিটেআশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত

ঢাকার আশুলিয়ায় বাসচাপায় উজ্জল হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত উজ্জল হোসেন চাঁপাইনবয়াবগঞ্জ সদর থানার নরেন্দ্রপুর গ্রামের বদর আলীর ছেলে। তিনি আশুলিয়ার কুরগাঁও এলাকার হাজী জামালের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে বাসে করে কাজের উদ্দেশ্য বাইপাইল থেকে ইউনিক যাচ্ছিলেন তিনি। পথেইউনিকে বাসস্ট্যান্ডে এসে নামতেই পেছন দিক থেকে আসা অপর একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান উজ্জল।

পুলিশ জানিয়েছে নিহত উজ্জলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ঘাতক বাসটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি তবে সে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা