kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

নবীগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০২০ ১১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেনবীগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কে আউশকান্দি মিনাজপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নানু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মহাসড়কের ধারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে স্থানীয় জনতা মহাসড়কের দু’পাশের রাস্তা বন্ধ করে দেয়। নানু মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের বাসিন্দা।

এ খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে লাশ তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্যসাতদিনের সেরা