kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

বেতাগীতে অগ্নিকাণ্ড, পুড়ল দুই দোকান

বতোগী (বরগুনা) প্রতিনিধি    

২৪ জানুয়ারি, ২০২০ ১০:০৪ | পড়া যাবে ১ মিনিটেবেতাগীতে অগ্নিকাণ্ড, পুড়ল দুই দোকান

প্রতীকী ছবি।

বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দুইটি দোকান। গতকাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গতরাত ২টার দিকে ঝোপখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে বেতাগী পৌরসভা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই পুড়ে যায় মালেক হাওলাদারের মুদি দোকান ও সুভাষ চন্দ্র শীলের সেলুন। মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয় দোকান দুটি।

বিদ্যুতের শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। 

মন্তব্যসাতদিনের সেরা