kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

চুনারুঘাটে পরিচয়হীন নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০২০ ১৮:৩৯ | পড়া যাবে ১ মিনিটেচুনারুঘাটে পরিচয়হীন নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এক পরিচয়হীন মহিলার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

জানা যায়, সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামে ধানক্ষেতে এক পরিচয়হীন মধ্যবয়সী মহিলাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মুমূর্ষু এ মহিলার পরিচয় পাওয়া যায়নি।

ওসি শেখ নাজমুল হক জানান, মহিলা সুস্থ না হওয়া পর্যন্ত তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব তিনি নিয়েছেন। তার আত্মীয় স্বজন খুঁজে বের করার চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা