kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

২৪ ঘণ্টা পর মিলল পুলিশ সদস্যর লাশ

হবিগঞ্জ প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০২০ ১৩:৪৮ | পড়া যাবে ১ মিনিটে২৪ ঘণ্টা পর মিলল পুলিশ সদস্যর লাশ

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় পুলিশ লাইনসের পুকুর থেকে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পর শাহিনুর রহমান নামে এক পুলিশ সদস্যর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই কনস্টেবল জামালপুরে বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে পুকুর ঘাটে লুঙ্গি, বিছানা চাদর ধোয়া দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জাল ফেলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সহকর্মী আরেক পুলিশ সদস্য বলেন, তিনি সাঁতার জানতেন না। প্রচন্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি। 

হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, পুকুরে গোসল করতে গিয়ে ওই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সম্ভবত সে সাঁতার জানতেন না। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা