kalerkantho

বুধবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ১৯ ফেব্রুয়ারি ২০২০। ২৪ জমাদিউস সানি ১৪৪১

মালয়েশিয়াপ্রবাসী গফরগাঁওয়ের যুবক সড়ক দুর্ঘটনায় নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০২০ ১২:৩৩ | পড়া যাবে ১ মিনিটেমালয়েশিয়াপ্রবাসী গফরগাঁওয়ের যুবক সড়ক দুর্ঘটনায় নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ের স্বপন মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। স্বপন মিয়া উপজেলার পাগলা থানাধীন যাত্রাসিদ্ধি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পাগলা থানাধীন যাত্রাসিদ্ধি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে স্বপন মিয়া প্রায় ৮ বছর যাবৎ মালয়েশিয়ায় চাকরি করেন। গত বছর ছুটিতে দেশে এসে বিয়ে করে পুনরায় মালয়েশিয়ায় চলে যান। আর দুই বছর মালয়েশিয়ায় থেকে একবারে দেশে ফিরে আসার কথা ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় ডিউটি শেষে অফিস থেকে বাসায় ফেরার পথে দ্রুতগামী গাড়িচাপায় ঘটনাস্থলেই স্বপন মিয়া মারা যান। 

তার চাচাতো ভাই নাজমুল হক বলেন, স্বপন ১০ বছরের চুক্তিতে মালয়েশিয়ায় চাকরি করছিল। এর মধ্যে ৮ বছর চলে গেছে। আর দুই বছর পর ফিরে আসার কথা ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। ছেলেটি গত বছর বিয়ে করেছে। দাম্পত্য জীবন মাত্র শুরু করেছিল।

মন্তব্যসাতদিনের সেরা