kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

ইবি শিক্ষক সমিতির সভাপতি আখতার, সম্পাদক মোস্তাফিজ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০২:৪৬ | পড়া যাবে ২ মিনিটেইবি শিক্ষক সমিতির সভাপতি আখতার, সম্পাদক মোস্তাফিজ

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার রাত ৯টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকরা দুটি প্যানেলে নির্বাচন করেন। এদিকে বিএনপি-জামায়াতের শিক্ষকরা একটি প্যানেলে নির্বাচন করেন। এ ছাড়া সভাপতি ও সম্পাদক পদে একজন করে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেন। 

নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন ভোট দেন। এর মধ্যে দুটি ভোট বাতিল হয়েছে। এ নির্বাচনে সভাপতি ও সহসভাপতি পদে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল থেকে যথাক্রমে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ১২৩ ভোট এবং অধ্যাপক ড. মেহের আলী ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিএনপি-জামায়াত প্যানেল থেকে যথাক্রমে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ১৪৬ ভোট এবং ড. মিজানুর রহমান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. শেলীনা নাসরীন।

এ ছাড়া সদস্য পদে অধ্যাপক ড. সাইদুর রহমান, ড. মোস্তফা কামাল, ড. পরেশ চন্দ্র বর্মন, ড. রেজওয়ানুল ইসলাম, ড. আতিকুর রহমান, ড. আনিচুর রহমান, মো. আব্দুল্লাহ আল মাসুদ, ড. নুরুন্নাহার, ড. মো. রশিদুজ্জামান, ড. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। এঁদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল থেকে সাতজন এবং বিএনপি-জামায়াত শিক্ষক প্যানেল থেকে তিনজন নির্বাচিত হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা