kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

রং-তুলিতে মুক্তিযুদ্ধের ইতিহাস

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৯ ২১:৪৭ | পড়া যাবে ১ মিনিটেরং-তুলিতে মুক্তিযুদ্ধের ইতিহাস

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুলের নানান বয়সী ছাত্র-ছাত্রীরা উপজেলা মিলনায়তনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে রং-তুলির মাধ্যমে স্মরণ করে ছবি আঁকার দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো।

ছাত্র-ছাত্রীদের মাঝে ছবি আঁকার বিষয়বস্তু  ছিল ‘মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আঁকা’। ‘অতীত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে চিত্রকলার কদর বাড়াতে হবে’ এমন মন্তব্য উপস্থিত হয়ে দাঁড়িয়ে দেখা অভিভাবকদেরও।

শিশু-কিশোরদের প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধের বিজয়কে কল্পনায় প্রানবন্তভাবে এঁকে যাওয়া এবং আঁকতে চাওয়া ছবিগুলো নিরীহ বাঙালিদের ওপর অত্যাচরের জীবন্ত স্বাক্ষী হিসেবে ও নতুন প্রজন্মের কাছে যুদ্ধ বিজয়ের ইতিহাস বলে মন্তব্য করেন একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার জানান, আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হলো। এ উপকমিটির আহ্বায়কের দায়িত্বে থেকে কমলমতি শিশু-কিশোরদের ছবি আঁকা দেখে সত্যিই আমি মুগ্ধ। তাদের আঁকা ছবিগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়েছে।   

মন্তব্যসাতদিনের সেরা