kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

গফরগাঁওয়ে পণ্য বোঝাই ট্রাক পুকুরে, ১৫ লাখ টাকার ক্ষতি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৯ ২১:১২ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে পণ্য বোঝাই ট্রাক পুকুরে, ১৫ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রান্সপোর্ট এজেন্সির পণ্য বোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ঘটনাটি ঘটে আজ রবিবার সকাল ১০টায় গফরগাঁও-চকরামপুর সড়কের রসুলপুর আমলিতলা বাজারের কাছে। 

জানা যায়, একতা ট্রান্সপোর্ট এজেন্সির একটি বড় ট্রাক ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের বিভিন্ন ব্যবসায়ীর ক্রয়কৃত আনুমানিক ৪০ লাখ টাকার পণ্য সামগ্রী বোঝাই করে সকাল ১০টার দিকে গফরগাঁও-চকরামপুর সড়কের রসুলপুর আমলিতলা বাজারের উত্তর পাশে বিপরিতমুখী অন্য গাড়িকে সাইট দিতে গিয়ে ট্রাকটি উল্টে পুকুরে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ সময় নিয়ে কিছু কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হলেও কাদা-পানিতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। 

একতা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী রফিকুল ইসলামের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রসুলপুর এলাকার কলেজ শিক্ষার্থী আবুল হোসেইন বলেন, পুকুরটি দু-চারদিন পূর্বে সেচা হয়। তাই অনেক মালামাল রক্ষা পেয়েছে। পানি ভরা থাকলে সব মাল নষ্ট হয়ে যেত। তবু অনুমান ১০-১৫ লাখ টাকার পণ্য নষ্ট হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা