kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে

ঈশ্বরদীতে শুভসংঘের মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

১৪ ডিসেম্বর, ২০১৯ ২২:১৩ | পড়া যাবে ২ মিনিটেঈশ্বরদীতে শুভসংঘের মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ উপলক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে ও তাঁদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ পাঠক ফোরাম শুভসংঘের ঈশ্বরদী শাখার উদ্যোগে আজ (শনিবার) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে এসব কর্মসূচি পালন করা হয়।

কমিটির সভাপতি আশরাফুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, গোলাম মোস্তফা চান্না মন্ডল, ফজলুর রহমান ফান্টু, সিরাজ উদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শুভসংঘের উপদেষ্টা সেলিম আক্তার, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আহমেদ উল হক রানা, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক উদয় নাথ লাহেড়ী, কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলমত আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, পাবনা জেলা কমিটির সভাপতি শিশির সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন, স্বকাল বাংলার সম্পাদক মিশুক প্রধানসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকসহ শুভসংঘের ঈশ্বরদী শাখার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা