kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৯ ০৮:৪৯ | পড়া যাবে ১ মিনিটেকাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে আজ ভোর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে কিছু দেখা না যাওয়ায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম গণমাধ্যমকে জানিয়েছেন, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু করবে।

সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে পদ্মা নদীর দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

মন্তব্যসাতদিনের সেরা