kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

মিঠাপুকুরে রোকেয়ার স্মরণসভা

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে একযোগে আওয়াজ তুলতে হবে

আঞ্চলিক প্রতিনিধি, রংপুর   

১৩ ডিসেম্বর, ২০১৯ ০২:২৭ | পড়া যাবে ২ মিনিটেবেগম রোকেয়ার স্বপ্ন পূরণে একযোগে আওয়াজ তুলতে হবে

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভিটা রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবীর বলেছেন, ‘মৌলবাদ-সাম্প্রদায়িকতা, নারী-শিশু নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সারাদেশের নারীদের একসঙ্গে জেগে উঠতে হবে। তিনি রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুরের পায়রাবন্দ থেকে এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পায়রাবন্দে নারী নির্যাতন ও বৈষম্যবিরোধী মঞ্চে শামিল হয়ে তিনি এসব কথা বলেন। 

স্থানীয় ভূমিহীন সমিতির আয়োজনে দুপুরে বেগম রোকেয়া স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় খুশি কবীর আরো বলেন, নারীদের প্রতি সকল ধরনের নির্যাতন ও বৈষম্য দূর করতে হলে পায়রাবন্দের নারীদেরকে জেগে উঠে আন্দোলন করতে হবে। এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে হবে। বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে আমাদেরকে একযোগে আওয়াজ তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন সমিতির সভানেত্রী মরিয়ম বেগম। নিজেরা করি’র পায়রাবন্দ অফিস ইনচার্জ গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের রংপুর জেলা সম্পাদক রোকসানা জামান, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন, বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, ভূমিহীন নেতা হোসনে আরা বেগম, রাশেদা বেগম, আবদুল খালেক, সেরাজুল ইসলাম, আদিবাসী নেত্রী ভারতী কুজুর প্রমুখ। 

মন্তব্যসাতদিনের সেরা