kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৩ ডিসেম্বর, ২০১৯ ০১:১১ | পড়া যাবে ১ মিনিটেআড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাভার্ডভ্যান এবং ঢাকাগামী একটি মাছবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানচালক রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম নরসিংদী জেলার মাধবদী উপজেলার খালপাড় গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম এ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।  

মন্তব্যসাতদিনের সেরা