kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

ফুলবাড়িয়ায় বাল্যবিবাহকে লাল কার্ড

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

১১ ডিসেম্বর, ২০১৯ ২২:১৪ | পড়া যাবে ১ মিনিটেফুলবাড়িয়ায় বাল্যবিবাহকে লাল কার্ড

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা বালবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছেন।

আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ’ স্লোগান নিয়ে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন, র‌্যালি, গণস্বাক্ষর অভিযান ও শপথবাক্য পাঠ করানো হয়।

র‌্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. মালেক সরকার, ইউএনও আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা, ওসি মো. ফিরোজ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, পারভীন সুলতানা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা