kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

দেহের ওপর দিয়ে চলে গেছে অসংখ্য যানবাহন

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

১১ ডিসেম্বর, ২০১৯ ১০:২২ | পড়া যাবে ১ মিনিটেদেহের ওপর দিয়ে চলে গেছে অসংখ্য যানবাহন

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়া এক ব্যক্তির মরদেহ হাড় ও মাংস উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের অদুরে পদ্মপুকুর নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই যুবক যানবাহনের চাপায় মারা যান। এরপর তার দেহের ওপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ কারনে মরদেহ থেতলে যায় এবং মহাসড়কে হাড় ও মাংস পড়ে থাকে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহিদুর রহমান বলেন হাড় মাংসের সাথে নীল চেক শার্ট ও লুঙ্গী পাওয়া গেছে। তিনি বলেন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়ায় মরদেহ চিনতে পারা কষ্টকর হয়ে পড়েছে।

মন্তব্যসাতদিনের সেরা