kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

মাদক কারবারি ব্লেড সোহেল ও তার সহযোগী আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০৮ | পড়া যাবে ১ মিনিটেমাদক কারবারি ব্লেড সোহেল ও তার সহযোগী আটক

যশোরের অভয়নগরে মাদক কারবারি সোহেল আহম্মেদ ওরফে ব্লেড সোহেল (৫০) ও তার সহযোগী বিপুল মল্লিককে (৪০) ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় উপজেলার আমডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক সোহেল আহম্মেদ ওরফে ব্লেড সোহেল উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত কাজেম আলী দেওয়ানের ছেলে এবং তার সহযোগি বিপুল মল্লিক আমডাঙ্গা গ্রামের যতীন মল্লিকের ছেলে।

অভয়নগর থানার এসআই নাসির জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সোহেল আহম্মেদ ওরফে ব্লেড সোহেল ও তার সহযোগী বিপুল মল্লিককে আটক করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মাদক নির্মূলে অভয়নগর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা