kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

নোয়াখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ২

নোয়াখালীতে সদর উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংষর্ষে দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনার আরো একজন এক সিএনজি যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াফদা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রেয়াজ উদ্দিন জানান, পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুর যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থাত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।

নোয়াখালী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আজিম জানান, এ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আরো এক সিএনজি যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে তিনি তাৎক্ষণিক কোনো নিহতের পরিচয় দিতে পারেনি।

মন্তব্যসাতদিনের সেরা