kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

চরফ্যাশনে দুই ট্রলারসহ ১২০ মণ জাটকা জব্দ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৯ ২২:১৪ | পড়া যাবে ১ মিনিটেচরফ্যাশনে দুই ট্রলারসহ ১২০ মণ জাটকা জব্দ

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার ও আউট পোস্ট চর-মানিকার বাংলাদেশ কোস্ট গার্ড কন্ডিজেন্ট কমান্ডার মো. আলগীর হোসেন স্থানীয় লোকজন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে জাটকাগুলো বিতরণ করেন। ছবি : কালের কণ্ঠ

জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনের আউট পোস্ট চরমানিকা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে তেঁতুলিয়া নদী অভিযান চালানো হয়। সোমবার রাতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ফিশিং ট্রলারসহ ১২০ মণ জাটকা আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত জাটকাগুলো ৩৯টি এতিমখানা, মাদরাসা ও চার শ দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

এ সময় ৭০ কেজি সাগরের বিভিন্ন প্রজাতের মাছ নিলামে ৫ হাজার টাকা বিক্রি করা হয় এবং এমভি লামিয়া ট্রলারের মালিক লাল মিয়ার ৫ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। অপর ট্রলার এমভি মায়ের দোয়া মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা