kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

চা চোরাচালান বন্ধে হবিগঞ্জ সীমান্তে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হবিগঞ্জ প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৯ ২১:২১ | পড়া যাবে ২ মিনিটেচা চোরাচালান বন্ধে হবিগঞ্জ সীমান্তে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ভারতীয় চা পাতা চোরাচালান বন্ধে হবিগঞ্জের সীমান্ত এলাকায় টাস্কর্ফোস গঠনের সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান। একই সাথে যেকোনো মূল্যে সীমান্তে মাদক চোরাচালান বন্ধের ঘোষণা দেওয়া হয়। টাস্কফোর্সে থাকবেন জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, চা বাগানের প্রতিনিধি ও সাংবাদিক। 

সীমান্তে চোরাচালান প্রতিরোধ এর লক্ষে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত
চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান কম্পানি বাংলোতে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ পিপিএম, বিজিবির ৫৫ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদুর রশীদ পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, সাটিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান আ. রশিদ মাস্টার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান শামীম, দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ আহমেদ, নালুয়া চা বাগানের ম্যানেজার জহিরুল ইসলাম, আমু চা বাগানের ম্যানেজার হাবিবুর রহমান, চানপুরঁ চা বাগানের ম্যানেজার শামীম হুদা ও তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজার সমত কুমার, সাংবাদিক নুরুল আমিন, আব্দুর রাজ্জাক রাজু, আজিজুল হক নাসির ও মীর জুবায়ের আলম।

সভায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র ১২টি বিওপির কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি সময়ে ভারতীয় নিন্মমানের চা পাতা বাংলাদেশে প্রবেশের ফলে দেশীয় চা বাগানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাম্পার ফলনের পরও বাগান মালিকদের লোকসান গুনতে হচ্ছে কোটি কোটি টাকা।

মন্তব্যসাতদিনের সেরা