kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

ইজিবাইকে ফেনসিডিল, মাদক কারবারি আটক

হিলি সংবাদদাতা   

১০ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪১ | পড়া যাবে ২ মিনিটেইজিবাইকে ফেনসিডিল, মাদক কারবারি আটক

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইক ও ১৪০ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মুক্তিয়ার রহমান নামের অপর একজন পালিয়ে যায়। মঙ্গলবার সকাল ৭টায় হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের সামনে হিলি-বিরামপুর সড়ক থেকে ইজিবাইকসহ তাকে আটক করা হয়। আটক জহুরুল ইসলাম হিলির নওপাড়া গ্রামের মৃত এছাহার আলীর ছেলে ও পলাতক মুক্তিয়ার রহমান একই এলাকার অকিল উদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ইজিবাইকে করে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল মঙ্গলবার সকাল ৭টার দিকে হিলি সীমান্তের মুহরাপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় হিলি থেকে বিরামপুরগামী একটি ইজিবাইককে পুলিশ থামার সংকেত দিলে ইজিবাইক থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইকটিকে আটক করে ইজিবাইকে থাকা পানির ড্রামের ভেতর হতে ১৪০ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মুক্তিয়ার রহমানকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা