kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি   

৯ ডিসেম্বর, ২০১৯ ২০:৪২ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

'বাড়িয়ে দেই সামাজের দুস্থদের প্রতি হাত' এই স্লোগসানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে 'জার্নি অফ ইউনিট' নামে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কম্বল বিতরণ করা হয়।

'জার্নি অফ ইউনিট' এর সহ-সভাপতি মাহাবুবুল আলম তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এতে অন্যান্যদের মধ্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ স্বেচ্ছাসেবী সংগঠনের অন্য সদস্যারা মাঝে উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা