kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিজয় র‌্যালিতে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৯ ডিসেম্বর, ২০১৯ ২০:২৭ | পড়া যাবে ১ মিনিটেবিজয় র‌্যালিতে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মিছিল

রবিবারের সিরাজগঞ্জে বিজয় র‌্যালিতে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনে সমাবেশে আয়োজন করা হয়।

সাবেক জেলা কমান্ডার গাজী সোহরাব হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা জগলু চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ বক্তব্য রাখেন। বক্তারা বিজয় র‌্যালীতে হামলার জন্য বিএনপিকে দায়ী করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ ২ আসনের এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে মুক্তিযোদ্ধা ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা