kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৯ ১৬:১৯ | পড়া যাবে ১ মিনিটেচরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

ভোলার চরফ্যাশন উপজেলার সড়ক ভবন মোড় স্থানে নসিমন গাড়িচাপায় সাকিল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটা সময় চরফ্যাশন ভোলা সড়কের ‘সড়ক ভবন’ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পরিবার সূত্রে জানা গেছে, বেলা আড়াইটা দিকে সাকিল নসিমনে করে জনতা বাজার এলাকা যাচ্ছিল। সড়ক ভবন মোড় এলাকায় পৌঁছলে সড়কে রাখা তেলের ট্যাংককে সাইড দিতে গিয়ে নসিমনচাপায় সাকিল গুরুতর জখম হয়। গাড়ি ড্রাইবার সাকিলের অবস্থা মারাত্মক দেখে গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সে মারা যায়।

ঘটনার ৮ ঘণ্টার পর নিহত সাকিলের পরিবার জানতে পারে সাকিল সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সাকিল চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার কচ্ছিপিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জসিম মাঝির ছেলে।

মন্তব্যসাতদিনের সেরা