kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৯ ১২:২৫ | পড়া যাবে ১ মিনিটেচোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

গাজীপু‌রের টঙ্গীতে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে  কালা সেলিম (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শ‌নিবার (৭ ডি‌সেম্বর) দিবাগত রা‌তে এ ঘটনা ঘ‌টে।

নিহত কালা সেলিম স্থানীয় এরশাদ নগরের আবুল কাশেমের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভাষ্যমতে, গতরাত আড়াইটার দিকে টঙ্গীর এরশাদনগর ৫ নম্বর ব্লকের আব্দুল রহিমের বাসার একটি ঘরের জানালার গ্রিল কেটে মোবাইল চুরি করেন সেলিম। জানালার গ্রিল কাটার শব্দে ঘরের লোকজন জেগে উঠে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে গিয়ে সেলিমকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় সেলিমকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

মন্তব্যসাতদিনের সেরা