kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

কমলগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৯ ০২:৪৫ | পড়া যাবে ১ মিনিটেকমলগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ২৬ পিস ইয়াবাসহ জামাল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে কমলগঞ্জ সদর ইউপির উত্তর বালিগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার সুন্দর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়ার নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা ও এএসআই উত্তম কুমার কৈরীসহ একদল পুলিশ উপজেলার সদর ইউপির উত্তর বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ জামাল মিয়া নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা