kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

মেয়র জাহাঙ্গীর আলম বললেন

গত ৪০ বছরে গাজীপুরে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৭ ডিসেম্বর, ২০১৯ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেগত ৪০ বছরে গাজীপুরে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি

গাজীপুর সিটি মেয়র বলেছেন, নগরীর উন্নয়ন ও বাসিন্দাদের সুবিধার জন্যই সড়ক প্রশস্ত হচ্ছে। এ কাজে বাসিন্দারা মূল্যবান জমি ছেড়ে দিয়ে সহযোগিতা করছেন। এটা অবশ্যই ভালো উদ্যোগ। সিটি করপোরেশন ওইসব জমিদাতাদের ভবিষ্যতে মূল্যায়ন করবে।

আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগীর ২৩ নম্বর ওর্য়াডের পোড়াবাড়ির  মাদরাসা-ই-মদিনাতুল কুরআনের উদ্যোগে হাজীদের পূণমিলনী ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

মেয়র বলেন, গাজীপুর একটি শিল্প নগরী। গত ৪০ বছরেও পরিকল্পিতভাবে এ নগরীতে কোনো সড়ক ও ড্রেন করা হয়নি। যার কারণে নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এই শহর চলাচলের অযোগ্য হয়ে পড়বে।

প্রতিষ্ঠানের মুফতি আব্দুল মান্নান সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মঞ্জুর হোসাইন ও নগর আওয়ামী লীগ নেতা মো. আতাউল্লাহ মন্ডলসহ নেতৃবৃন্দ। এ সময় আট হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন ভারতের বিশিষ্ট আলেম আল্লামা সোহরাব আলী খান কাসেমী।

মন্তব্যসাতদিনের সেরা