kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

সলঙ্গায় এতিম ও অসহায় ৩০০ শিশু পেল শীতবস্ত্র

তাড়াশ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৭ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩১ | পড়া যাবে ১ মিনিটেসলঙ্গায় এতিম ও অসহায় ৩০০ শিশু পেল শীতবস্ত্র

সিরাজগঞ্জের সলঙ্গায় এতিম ও অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে আমশড়া ইসলামীয়া দারুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদরাসায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও এশিয়ান টিভি সিরাজগঞ্জ অফিসের আয়োজনে রায়গঞ্জ-তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার ২০টি হাফিজিয়া মাদরাসার ৩ শতাধিক এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এতিম ও অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এক আলোচনাসভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলহাজ মো. আাব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুর রহমান, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড মো. তাজুল হুদা, আর টিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম সহন তালুকদার, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ্ ফারুক, সলঙ্গা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে এতিম ও অসহায় শিশুদের সাথে জেলা প্রশাসক দুপুরের খাবার খান।  

মন্তব্যসাতদিনের সেরা