kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

নরসিংদী হাসপাতালের পরিত্যক্ত গোডাউনে আগুন

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৯ ১৬:১২ | পড়া যাবে ১ মিনিটেনরসিংদী হাসপাতালের পরিত্যক্ত গোডাউনে আগুন

প্রতীকী ছবি

নরসিংদী জেলা হাসপাতালের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্ত্বরে মেডিক্যাল অ্যাসোসিয়েসনের পাশে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য মেডিকেল অ্যাসোসিয়েশনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনে সামনের খালি জায়গায় পোড়ানো হচ্ছিল। এর মধ্যে আগুনের স্ফুলিঙ্গ পরিত্যক্ত গোডাউনের ভেতরে চলে যায়। পরে সেখানে থাকা পুরাতন বেড ও অন্যান্য জিনিসে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, হাসপাতালের সব রোগী নিরাপদে আছেন।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম বলেন, খবর পেয়ে আমরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।

মন্তব্যসাতদিনের সেরা