kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

বাড়িতে লাগা আগুনে যুবকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৯ ১১:২২ | পড়া যাবে ১ মিনিটেবাড়িতে লাগা আগুনে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে তিনটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মো. নুরুল আজীম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোরে উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় কোরবান সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

বোয়ালখালী ফায়ার স্টেশন অফিসার প্রীতি বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। এতে তিনটি সেমিপাকা ঘর পুড়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা